25 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত


বিএনএ বিশ্বডেস্ক : ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকেও অভিশংসিত করেছে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা।  শুক্রবার দেশটির পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেওয়া তথ্যমতে, তাকে অভিশংসনের জন্য ১৫১ ভোটের প্রয়োজন ছিল। তবে হান ডাক-সুকে অভিসংশনের পক্ষে ভোট দিয়েছেন ১৯২ জন।

শুক্রবার ভোটের সময় পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দেয়। পার্লামেন্টের স্পিকার উ ওন-শিক ঘোষণা দেন, অভিশংসন বিল পাসের জন্য ১৫১ ভোট পক্ষে পড়লেই হবে। এটি শুনে ইউন ও হানের ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির (পি) আইনপ্রণেতারা ক্ষোভ জানান।

চলতি মাসের শুরুতে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার ঘটনায় প্রেসিডেন্ট ইউন পার্লামেন্টে অভিশংসিত হন। এরপর ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল হানের; কিন্তু বিরোধী সাংসদরা তাতে বাধ সাধলেন। তাদের কথা হলো, ইউনের অভিশংসন প্রক্রিয়া সম্পন্নের দাবি প্রত্যাখ্যান করেছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ