28 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ , চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নাামে  এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি একই এলাকার মো. রফিকের ছেলে।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান রুবেল। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ