21 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সিরিজ: ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজ: ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজ: ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে(বাংলাদেশ- নিউজিল্যান্ড) ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

বুধবার(২৭ ডিসেম্বর ২০২৩) নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হয় বাংলাদেশ- নিউজিল্যান্ড ম্যাচ। এদিন টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তুলে নেয় নিউজিল্যান্ড।জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর মাধ্যমেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জিতলো টাইগাররা। গত দেড়যুগে যা পারেননি তামিম-সাকিবরা, তাই করে দেখালেন অধিনায়ক নাজমুল শান্ত। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে নিউজিল্যান্ডকে দিলেন হারের তিক্ত স্বাদ।

খেলার শুরতেই অফ স্পিনার মাহেদি হাসানের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক। প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন প্রায় ১৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামা মাহেদি। রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট শিকার হন মাহেদির।

দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ১ রান করে ফিরেন ওপেনার ফিন অ্যালেন।
অ্যালেনের বিদায়ের উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোর আউট হন গ্লেন ফিলিপস। নন-স্ট্রাইকের আম্পায়ার আউট না দিলে, রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। সেইফার্টের মত খালি হাতে ফিরেন ফিলিপসও।

ফিলিপসকে শুণ্য রানে ফিরিয়ে শরিফুল কাঁপিয়ে দেন কিউই দুর্গ। ৮ বলে মাত্র ১ রানে ৩ উইকেট নেই তখন নিউজিল্যান্ডের! জোড়া উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তোলেন শরিফুল। যদিও তা আর হয়নি, তবে সাহসী হয়ে উঠে গোটা দল।

এরপর ডেরিয়েল মিচেল চেষ্টা করেছিলেন ইনিংসের হাল ধরার। তবে অল্পতেই তাকে বেঁধে ফেলেন শেখ মেহেদী। ১৫ বলে ১৪ করে তিনিও ধরেন সাজঘরের পথ। ৫ ওভারে ২০ রানে ৪ উইকেট নেই তখন নিউজিল্যান্ডের। ঘরের চেনা মাঠে যেন তারাই অচেনা তখন।

সেখান থেকে ঘুরে দাঁড়াতে পাল্টা আক্রমণ শুরু করেন মার্ক চাপম্যান ও জিমি নিশাম। তবে ইনিংসের দশম ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই চাপম্যানের চাপ কমান রিশাদ হোসেন। ১৯ বলে ১৯ রানে ফেরেন চাপম্যান।

অধিনায়ক সান্টনারকে নিয়ে ৯০ এর ঘরে সংগ্রহ পৌঁছান নিশাম। তাদের জুটি ভেঙে দলকে উদ্ধার করেন শরিফুল। ২৩ রান করা সান্টনারকে ফেরান তিনি। ১৬.৩ ওভারে ১১০ রানের মাথায় মোস্তাফিজ জিমি নিশামকে ফেরালে ফেরে স্বস্তি। ২৯ বলে ৪৮ রানের ইনিংস উপহার দেন নিশাম।

এরপর টিম সাউদিকেও ফেরান মোস্তাফিজ। অবশ্য এই উইকেটটা হতে পারতো শরিফুলের। তবে পরপর দুইবার তার বলে ক্যাচ উঠলেও ভুল বুঝাবুঝিতে ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা! শেষ ওভারে উইকেট পেয়েছেন তানজিম সাকিবও। সব মিলিয়ে ৯ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শরিফুল ইসলাম ৩টি, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।

জবাবে ষষ্ঠ উইকেটে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন ওপেনার লিটন দাস ও মাহেদি। লিটন ৪২ ও মাহেদি ১৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ ইনিংস :
লিটন অপরাজিত ৪২
রনি ক সাউদি ব মিলনে ১০
শান্ত ক স্যান্টনার ব নিশাম ১৯
সৌম্য ব সিয়ার্স ২২
হৃদয় ক সাউদি ব স্যান্টনার ১৯
আফিফ ক নিশাম ব সাউদি ১
মাহেদি অপরাজিত ১৯
অতিরিক্ত (লে বা-৩, ও-২) ৫
মোট (৫ উইকেট, ১৮.৪) ১৩৭

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

বিএনএ,বাংলাদেশ- নিউজিল্যান্ড, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ