35 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে সড়কে প্রাণ হারাল নারী

রাজধানীতে সড়কে প্রাণ হারাল নারী


বিএনএ, ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম (২৫) নামে একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক খোরশেদ মোল্লা জানান, এ সময় তিনি ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থলের লোকজনের অনুরোধে তাকে সিএনজিতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত অবস্থায় ওই নারীর কাছ থেকে জানা গেছে তার নাম নাজমা বেগম। আর কিছু জানাতে পারেননি।  তবে নাজমাকে দেখে মনে হয়েছে ভবঘুরে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। যিনি মারা গেছেন তিনি ভবঘুরে হতে পারেন। তবে কোন যানবাহনের ধাক্কায় মারা গেছেন বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ