18 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের


বিএনএ,মিরসরাই: মিরসরাই উপজেলার বারৈয়ারহাটস্থ চিনকিরহাট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। নিহতের পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২৭ নভেম্বর) সকাল ৮ টার আগে কোন এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

রেলওয়ে পুলিশের এসআই খোরশেদ আলম জানান, সকালের কোন এক সময় রেলের সাথে ধাক্কা লেগে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের হেফাজতে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া পরিচয় নিশ্চিত করতে পিবিআই এর সহযোগিতা  চাওয়া হয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ