30 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - জুন ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিককে মারধর: ইটভাটার ম্যানেজার গ্রেফতার

সাংবাদিককে মারধর: ইটভাটার ম্যানেজার গ্রেফতার

সাংবাদিককে মারধর: ইটভাটার ম্যানেজার গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি ও মারধরের ঘটনায় ইটভাটার ম্যানেজার কাঞ্চন তুরিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকার ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন বিকেলে ওই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপনডেন্ট।

মামলায় আসামি করা হয়েছে- ইটভাটা মালিক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন, ইটভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরানকে । এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ পাঁচ থেকে ছয়জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটান ইউপি মেম্বার মোহন। এরপর মোহন তার কার্যালয়ে সাংবাদিক আবু আজাদকে বেঁধে রেখে নির্যাতন করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ