17 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মুক্তিযোদ্ধাকে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান

মুক্তিযোদ্ধাকে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান

মুক্তিযোদ্ধাকে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান

বিএনএ, ক্রীড়াডেস্ক:ফেডারেশন কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়েছে মোহামেডান লিমিটেড।এ জয়ে তাদের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

রোববার(২৭ ডিসেম্বর)বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান।৪ মিনিটে আমির হোসেন বাপ্পীর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাহফুজ হাসান। ১২তম মিনিটে শাহেদ মিয়ার জোরালো শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক।প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পায় মোহামেডান।হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে বল বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়।

বিরতির পর ৬৮তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা।সুজন মিয়ার ক্রসে ডিফেন্ডার খোলদারোভ হেড দিয়ে গোল করে দলের স্কোর লাইন ১-১ করেন। তবে ৭৫তম মিনিটে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবারও এগিয়ে যায় মোহামেডান। হেড দিয়ে আতিকুজ্জামান গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় মোহামেডান।কর্ণার কিক থেকে উড়ে আসা বল হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন মুক্তিযোদ্ধার আকবর আলী। তার হেড করা বল বক্সের মধ্যেই ছিল।সেখান থেকে নাগাতার হেড যখন মুক্তিযোদ্ধার গোলের দিকে যাচ্ছিল তখন আতিক ব্যাক হেড করে গোল করেন।

এর পর ৮০ মিনিটে মুক্তিযোদ্ধার খেলোয়াড় নিজেদের বিপদ সীমানার কাছাকাছি স্থানে বল দেয়া নেয়া করার সময় মোহামেডানের আবিওলা  নুরাত বল পেয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।ফলে ৩-১  গোলে এগিয়ে যায় মোহামেডান।৮৩ মিনিতে নুরাত আবার গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ