Bnanews24.com
Home » ইরানে তুষার ঝড়ে বরফচাপায় নিহত ৮
এক নজরে বিশ্ব সব খবর

ইরানে তুষার ঝড়ে বরফচাপায় নিহত ৮

বিএনএ, বিশ্ব ডেস্ক : ইরানে একটি স্কি রিসোর্টে যাওয়ার পথে প্রচণ্ড তুষার ঝড়ে বরফচাপা পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)।

শনিবার (২৬ ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরানের আলবুর্জ পার্বত্যাঞ্চলে ওই তুষার ঝড়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ অন্য পর্বতারোহীদের সন্ধানে অভিযান চলছে। আহার, দারাবাদ ও কলাকচল স্কি রিসোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গত শুক্রবার থেকে এসব পার্বত্যাঞ্চলে প্রচণ্ড তুষারপাত শুরু হয়। কতজন এ পর্যন্ত মারা গেছেন এবং কতজন নিখোঁজ আছেন, তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও বেশ কয়েকজন চাপা পড়েছেন বরফের নিচে।
বিএনএনিউজ/জেবি