বিএনএ, চট্টগ্রাম : মো. সাইফুল আলমকে আহ্বায়ক ও শরীফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটির অনুমোদন দেন। নব গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে নগর ছাত্রদলে পঞ্চাশোর্ধ বয়সের গাজী সিরাজ ও বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত হল।
কমিটিতে সদস্যের চেয়ে যুগ্ম আহ্বায়কের সংখ্যা বেশি। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৯ জনকে। তারা হলেন, আসিফ চৌধুরি লিমন, তারিকুল ইসলাম তানভির, সালাউদ্দিন সাহেদ, সামিয়া আমিন চৌধুরি জিসান, জি.এম সালাউদ্দিন কাদের আসাদ, মুহাম্মদ আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম.এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাস, জাহিদ হোসেন খান যসি, নূর নবী (মহররম), নুর জাফর নাঈম রাহুল ও ফখরুল ইসলাম শাহীন।
কমিটির ১৪ জন সদস্য হলেন, নজরুল ইসলাম, শামসুদ্দিন (শামসু), ইমরান হোসেন বাপ্পি, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মামুদুল হাসান রাজু, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন ও রকি উদ্দিন পিচ্চি।
এর আগে সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে পদ না পাওয়ায় কিছু নেতাকর্মী নগর বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয়। নানা বিতর্কের পর কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে।
বিএনএনিউজ/আমিন