বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন রূপটি এখন বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। নতুন এই রূপটি গত বছর চীনের উহানে শনাক্ত হওয়া ভাইরাসটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। পরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় দুটি নতুন রূপ। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ ডিসেম্বর) করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট কোটি সাত লাখ ১৫ হাজার ৮৭৯। যার মধ্যে ১৭ লাখ ৬৪ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৬৯ লাখ সাত হাজার ২০৬ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭ জন। মারা গেছেন ৩ লাখ ৩৯ হাজার ৯২১ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৯২। মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৯৫৫। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।
বিএনএনিউজ/জেবি