17 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » লাইফ সাপোর্টে নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ

লাইফ সাপোর্টে নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ


বিএনএ, ঢাকা : নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। জিনাত বরকতুল্লাহ’র কন্যা বিজরী বরকতুল্লাহ জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তিনি মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে চেয়েছেন।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।

জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ গত ৩ অগাস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ