21 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » নারীর মরদেহ ডিপ ফ্রিজে: জামিন পেলেন ছেলে সাদ

নারীর মরদেহ ডিপ ফ্রিজে: জামিন পেলেন ছেলে সাদ


বিএনএ, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সাদকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে এ সময় গ্রেপ্তার সাদকে আদালতে নেয়া হয়নি। তিনি বগুড়া জেলা কারাগারে আছেন। জামিন মঞ্জুরের আদেশ কারাগারে পৌঁছালে ছাড়া পাবেন সাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদ ইবনে আজিজারের আইনজীবী উৎপল কুমার বাগচী।

তিনি বলেন, র‍্যাবের ছায়া তদন্তে সাদকে গ্রেপ্তার দেখানো হলেও পুলিশের তদন্তে অন্য তিনজন গ্রেপ্তার হন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। যেখান থেকে স্পষ্ট হয় মা উম্মে সালমা হত্যায় সাদ জড়িত নয়। এইসব দিক বিবেচনা করে আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন।

সাদের বাবা আজিজার রহমান বলেন, ছেলে জামিন পেয়েছে, আমরা ন্যায়বিচার পেয়েছি। পাশাপাশি আমার স্ত্রীকে  যারা হত্যা করেছে তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচার দাবি করছি।

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র‍্যাব। পরে  র‍্যাব জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।

পরে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয় সাদকে। এরপর পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ