বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর সোয়ানখালীতে পাহাড়ের খাদে পড়ে একটি হাতি শাবকের মৃত্যু হয়েছে। ২৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে ৬ মাস বয়সী হাতি শাবকটির মৃত্যু হয়।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বন বিভাগের লোকজন হাতিটি উদ্ধার করেন৷বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।
তিনি জানান, অন্তত ৩-৫ দিন আগে ২৫০ ফুট উঁচু পাহাড়ের খাদ থেকে পড়ে হাতি শাবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের টিম ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মৃত হাতি শাবকটি উদ্ধার করতে সক্ষম হয়। হাতির মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম এ প্রতিবেদককে জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে, সে জন্যে হাতিরপাল খাদ্য অন্বেষণে দিকবিদিক ছুটোছুটি করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আবার কখনো লোকালয়ে এসে মানুষের আক্রমণের শিকারও হচ্ছে এসব হাতি।
এর আগে গত ২৪ নভেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমারিয়ায় ঘোনা শিয়া পাহাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৪৫ বছর বয়সী একটি হাতি হত্যা করা হয়েছে।
বিএনএ/এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি