20 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় জাটকা বিক্রি করায় ৪ মৎস্যজীবিকে অর্থদণ্ড

আনোয়ারায় জাটকা বিক্রি করায় ৪ মৎস্যজীবিকে অর্থদণ্ড


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ জাটকা বিক্রি করায় ৪মৎস্যজীবিকে ২০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার(২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ডিত ৪ মৎস্যজীবি হলেন, জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুস শুক্কুর (৩২), মোহাম্মদ ফোরকান (৫৫), মোহাম্মদ জামশেদ (৩৫), মোহাম্মদ আনিস (২৮)।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, জাটকা বাজারজাত করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা ইলিশ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলামসহ মৎস্য অফিসের কর্মকর্তারা।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ