20 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাসচাপায় প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

বাসচাপায় প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

বাসচাপায় প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

বিএনএ ডেস্ক : মেয়েকে মাদ্রাসা নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন মারা গেছে। রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকের ঠাকুরগাঁওয়ে এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তারা হলেন মাসুদ রানা (৫০), তার স্ত্রী হাফিজা বেগম (৪৫) এবং তাদের ১৪ বছর বয়সী মেয়ে মেহের নেগার সিমি। তাদের বাড়ি জেলা সদরের রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামে।

গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখার জন্য একটি বাইকে করে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় আসার পর বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাফিজা মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে তাদেরও মৃত্যু হয়।

একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর