27 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - আগস্ট ৩০, ২০২৫
Bnanews24.com
Home » অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. ইলিয়াছ খান (৩৩) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ নভেম্বর) আকবর শাহ থানাধীন সিডিএ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ