চট্টগ্রাম,পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার(২৭নভেম্বর) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৩টা ৪৭মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ৪দশমিক ২মাত্রার এই ভূমিকম্প উক্ত জেলা সমূহে অনুভূত হয়। তবে কোন ক্ষয় ক্ষতি হয় নি।
এটির উৎপত্তিও মিয়ানমারের চিন প্রদেশের রাজধানী হাখায়। এটি ভারত সীমান্তবর্তী প্রদেশ।
এরআগে গতকাল শুক্রবার(২৬নভেম্বর)ভোর পৌনে ছয়টায় একই স্থানে ৫.৮মাত্রার সৃষ্ঠ ভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। এতে চট্টগ্রাম ও আশপাশের জেলার হাতে গোনা কয়েকটি ভবন সামান্য হেলে পড়ে। কোন প্রাণহানী ঘটেনি।
সূত্র : ভলকানো ডিসকভারি
বিএনএনিউজ,জিএন