বিএনএ, স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসটা বড় করতে পারলো না স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন ৪ উইকেটে ২৫৩ রানের ইনিংস শেষ করা বাংলাদেশ বাকী ৬ উইকেট হারিয়ে দলীয় স্কোরে ৭৭ রান যোগ করে।
শনিবার ম্যাচটি শুরু হয় ১৪ মিনিট আগেই, কেননা খেলার প্রথম দিন আলো স্বল্পতায় ৫ ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। কিন্তু দ্বিতীয় দিনের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
লিটন দাসের আউট হওয়া দিয়ে দিনের শুরুটা হয় । এরপর ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম আউট হন।
দলীয় ২৭৬ রানের সময় মুশফিকুর রহিম আউট হওয়ার পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন স্পিনার তাইজুল ইসলাম ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাদের দুজনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ৩০৪ রানের সময় আউট হওয়ার আগে ২৮ বলে ১১ রানের ইনিংস খেলেন তাইজুল। অপরপ্রান্তে পেসার আবু জায়েদ রাহীকে নিয়ে শেষ পর্যন্ত লড়ে যান মিরাজ। ৬টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৮ রান করে রাহী আউট হওয়ার পরের বলেই শূন্য রানে হাসান আলির শিকারে পরিণত হন শেষ ব্যাটার ইবাদাত হোসেন।
পাকিস্তানের পক্ষে হাসান আলী একাই ৫ উইকেট নেন। এছাড়া শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ নেন ২টি করে এবং একটি উইকেট নিয়েছেন সাজিদ খান।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিনের ২য় সেশন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২
পাকিস্তান ১ম ইনিংস : ৭৯/০ (২৯ ওভার)
আবিদ ৫২*, শফিক ২৭*
তাইজুল ১৬/০
পাকিস্তান ২৫১ রানে পিছিয়ে।
বিএনএনিউজ/এইচ.এম।