জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় ২৮ নভেম্বর ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একটি রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন বঞ্চিত দুই নেতাও প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একটি রাজনৈতিক দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে ছিলেন এম এ রুহুল আমীন ও শাহনেওয়াজ সাজু মাস্টার।
দু’জনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়ে ছিলেন। দলীয় মনোনয়ন পেতে তারা ব্যানার-ফেস্টুনে প্রচার-প্রচারণাও করেছেন। করেছেন গণসংযোগও। কিন্তু শেষ মেষ তারা মনোনয়ন লাভে ব্যর্থ হন।
ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহনেওয়াজ সাজু মাস্টার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা ইউপি নির্বাচনে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। এম এ রুহুল আমীন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন চরগোয়ালিনী ইউপি নির্বাচনে ডিগ্রিচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।
গাইবান্ধা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার বলেন, ‘শাহনেওয়াজ সাজু মাস্টার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এখন কিভাবে প্রিসাইডিং অফিসার হন? তাকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহনেওয়াজ সাজু মাস্টার বলেন, ‘দল আমাকে মনোনয়ন না দিয়ে ইউপির চেয়ারম্যান হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচনী দায়িত্ব পালন করতে চাইনি। কিন্তু কর্তৃপক্ষ আমাকে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছে।’
চরগোয়ালিনী ইউপি নির্বাচনে ডিগ্রিচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এম এ রুহুল আমীন বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ। এটা আমার কোনো কিছু না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা জানান, তাদের দায়িত্ব দিয়েছি শিক্ষক হিসেবে। বিষয়টি আগে জানলে ভালো হতো। এখন সময় কম। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এম শাহীন আল আমীন,জিএন