16 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মুরাদপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ মহিউদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে মুরাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ মহিউদ্দিন (২২)। তিনি কিশোরগঞ্জের জিতু মিয়ার ছেলে। মহিউদ্দিন নগরীর বায়েজিদ থানার আতুর ডিপু হাজীপাড়া চৌধুরী মসজিদ এলাকার থাকতেন এবং ভ্যানে করে সবজি ব্যবসা করতো।

মহিউদ্দিনের সহকর্মী রফিকুল বলেন, আমি এবং মহিউদ্দিন ভ্যানে করে সবজি ব্যবসা করি। আজ ভোরে মুরাদপুর মোড়ে আমাদেরকে একটা বাস ধাক্কা দিয়ে রাস্তার একপাশে ফেলে দেয়। সেখানে গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানা পুলিশের ওসি তদন্ত সাকিবুর রহমান। তিনি জানান, আহত অবস্থায় মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলেন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস জব্দটি করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ