14 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

চট্টগ্রামে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

চট্টগ্রামে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেলে চকবাজার থানার ডিসি রোড এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিয়া উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে। রোববার (২৭ অক্টোবর) গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়া উদ্দিন কক্সবাজার জেলা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন জিয়া উদ্দিনের বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে ।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ