28 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » মানবতার একটি অংশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ব: জাতিসংঘ

মানবতার একটি অংশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ব: জাতিসংঘ


বিএনএ বিশ্বডেস্ক : জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিতস বলেছেন, মানবতার একটি অংশের অকাট্য অধিকার রক্ষা করতে গোটা বিশ্ব ব্যর্থ হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল যখন নিরবচ্ছিন্নভাবে পাশবিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ।

একটি এক্স পোস্টে গ্রিফিতস  বলেন, ইসরাইলের বোমাববর্ষণের ২০তম দিনে ওই হামলা আরো ভয়াবহ রূপ নিয়েছে এবং গাজার যেসব এলাকাকে তুলনামূলক নিরাপদ মনে করা হচ্ছিল সেবসব জায়গায়ও বোমাবর্ষণ চলছে।

জাতিসংঘের মানবিক প্রধান গ্রিফিথস বলেন, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সাহায্য খুব কষ্টে গাজায় ঢুকছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত থাকতে হবে এবং তাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা অবশ্যই থাকতে হবে।

গতকাল (বৃহস্পতিবার) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে বলেছে, উপত্যকাটিতে ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ৭ হাজার ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি, নারী ১ হাজার ৭০৯ জন এবং বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

২০ দিন ধরে অবিরাম বোমাবর্ষণে গাজায় দুই লাখ আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার গণপূর্তমন্ত্রী মোহাম্মদ জিয়ারা।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি গৃহহীন হয়েছেন। মারা গেছেন ১০১ স্বাস্থ্যকর্মী।

বিএনএ নিউজ/ ওজি

তথ্যসূত্র: পার্সটুডে 

Loading


শিরোনাম বিএনএ