39 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি, জামায়াতকে না

আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি, জামায়াতকে না

রাজধানীতে আট দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ,ঢাকা:  অবশেষে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার(২৮ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়েছে। অপরদিকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

বিশৃঙ্খলা সৃষ্টি হবে না- এমন ২০ শর্তে দু দলকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার(২৭ অক্টোবর) রাতে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, কয়েকটি শর্তসাপেক্ষে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

সে সাথে আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ, গত ১৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর ২০২৩ নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর আওয়ামী লীগও একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ আহবান করে।

রাজধানীর শাপলা চত্বরে শনিবার(২৮ অক্টোবর) মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেয়া হয়নি। শুক্রবার রাতে ডিএমপি থেকে বলা হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেয়া হবে না।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ