25 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা: আইনমন্ত্রী


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন করতে পারে, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক ভালো জানতাম। কিন্তু তিনি জনগণকে বিভ্রান্ত করতে অনেক কথাই বলে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ