19 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আরব দেশগুলোর মধ্যে যখন চরম উত্তেজনা, ঠিক তখনই সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর বিমান হামলা হয়  জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত দুটি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। 

প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়, ‘সীমিত পরিসরের এই হামলা শুধুমাত্র ইরাক এবং সিরিয়ায় মার্কিন কর্মীদের রক্ষা করার উদ্দেশ্যে চালানো হয়েছে।’ 

তবে এ সিরিয়ায় হামলার সঙ্গে গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেছে যুক্তরাষ্ট্র।
 
প্রসঙ্গত:  সিরিয়ায় ৯০০ এবং প্রতিবেশী ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া, এই অঞ্চলে আরও ৯০০ সেনা পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।
বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ