বিএনএ ডেস্ক: শান্তি ও উন্নয়ন সমাবেশের আগের দিন সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওই দিন আওয়ামী লীগও ঢাকায় উন্নয়ন ও শান্তির সমাবেশ করা ঘোষণা দিয়েছে।
পাশপাশি মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের এ সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হতে পারে। এ কারণে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ