19 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মনজুরুল মাওলা সর্দারকে ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদের খতিব নিয়োগ

মনজুরুল মাওলা সর্দারকে ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদের খতিব নিয়োগ


বিএনএ, ফেনী : মাওলানা মুহাম্মদ মনজুরুল মাওলা সর্দারকে ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদের খতিব নিয়োগ দেয়া হয়েছে। গত ২সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত ও ভাইবা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে বৃহস্পতিবার সকালে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ছাগলনাইয়া উপজেলা থানা জামে -মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

ছাগলনাইয়া উপজেলায় পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালনে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

শিক্ষা জীবনে তিনি পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম, চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে আল-হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগে ৪বছর মেয়াদি অনার্স কোর্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।

শিক্ষা জীবনে প্রতিটি একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি।

২০১৮সালে ইসলামিক ফাউন্ডেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণে অংশ নিয়ে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইমাম প্রশিক্ষণ সম্পন্ন করেন।

আল আমিন বারিয়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ইমাম প্রশিক্ষণও সম্পন্ন করেন কৃতিত্বের সাথে।

সিলেট গাউসিয়া দারুল কিরাত কমপ্লেক্স থেকে ইলমে ক্বেরাতের উপর কারিয়ানা কোর্স সম্পন্ন করেন প্রথম বিভাগে।

জানা গেছে, তিনি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা কেফায়েত উল্লাহ সর্দারের বড় ছেলে।ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কৃতি সন্তান।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ