Bnanews24.com
Home » তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হলেন জাকিয়া সুলতানা
বাংলাদেশ মন্ত্রী-সরকার সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হলেন জাকিয়া সুলতানা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হলেন জাকিয়া সুলতানা

বিএনএ, ঢাকা:   শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

তাছাড়া পৃথক প্রজ্ঞাপনে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন