30 C
আবহাওয়া
১০:৩৮ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » জাবির ১২ তম প্রজাপতি মেলা ১২ ডিসেম্বর

জাবির ১২ তম প্রজাপতি মেলা ১২ ডিসেম্বর

জাবির ১২ তম প্রজাপতি মেলা ১২ ডিসেম্বর

বিএনএ,জাবিঃ ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপ্রতি মেলা-২০২২। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মেলার আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মেলা উপলক্ষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষ ও করিডোর ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। আগামী ১২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান। তবে এবারে শিশু-কিশোরদের জন্য আরে বেশি ইভেন্ট থাকবে বলে জানা গেছে।

২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১২তম আসর এ মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য।

বিএনএ/সানভীর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ