24 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ড্রাইভার-শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রাইভার-শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রাইভার-শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এ তথ্য জানিয়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, টার্মিনাল ছাড়া বাস মালিকরা কোনো টোল আদায় করতে পারবে না। ঢাকার দুই সিটিতে আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল আরোহীদের হেলমেটের মান নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া হয়েছে। হেলমেটের মান নির্ধারণে বিএসটিআইর সঙ্গে কাজ চলছে। জানান, বিআরটিএ’র জনবল আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বাস ধর্মঘট করছে-দলটির এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই বাস ধর্মঘট করার চিন্তা করে না। বিএনপির কোনো সমাবেশেই বাধা দেয় না সরকার। খুলনায় ও বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস মালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়েই তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ