27 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

বিএনএ,ক্রীড়াডেস্ক : দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। হেরেছে ১০৪ রানের বড় ব্যবধানে।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলার শুরুতে এই ফরম্যাটের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ। ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের বিশাল ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই হোঁচট খেলেও তাদের ইনিংসে সেটার প্রভাব পড়েনি। ম্যাচসেরা রাইলি রুশোর ঝলমলে সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের ব্যাটে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ তোলে প্রোটিয়ারা। যা বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

সিডনিতে দক্ষিণ আফ্রিকা করেছিল ৫ উইকেটে ২০৫ রান। জবাবে ১০১ রানে থামে বাংলাদেশ। এই রেকর্ডের জন্য অবশ্য নুরুল হাসান সোহানের একটি ভুল বড় দায়ী। সোহানের কারণে ম্যাচে ৫ রান পেনাল্টির শিকার হয় বাংলাদেশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ