বিএনএ মিরসরাই (চট্টগ্রাম ): চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবে ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের সবার মরদেহ উদ্ধার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন শাহিন মোল্লাহ (৩৫) ও তারেক মোল্লাহ ( ২২) ও আবুল বশর হাওলাদার (৩৬) ।
মিরসরাই ফায়ার স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার (৩৯) এর মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার রাত ১১ টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো জাহিদ(২৫) ইমাম মোল্লাহ ( ২২) মাহমুদ মোল্লাহ (২৩) এছাড়া রাত সাড়ে ১২টায় স্থানিয়রা নিজ উদ্যোগে প্রথম এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তার নাম আল আমিন (২৫)
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা ৩দিন নিরলস পরিশ্রম করে ঝুঁকি মাথায় নিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি