বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় মেদ কমানোর বেল্টে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৭ অক্টোবর) ভোরে মহাসড়কের জঁনার কেঁওচিয়া এলাকায় ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। গ্রেপ্তার দুই নারী হলেন- সোনিয়া আক্তার মনি (৪০) ও মুক্তারিনা (৪১)।
অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, টিআর ট্রাভেলসের একটি এসি বাসে থামিয়ে ওই বাসে দুই নারীকে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। এসময় তাদের কোমরে মেদ কমানোর বেল্টে লুকিয়ে রাখা পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই দুই নারী কোমরে মেদ কমানোর বেল্টে লুকিয়ে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।
বিএনএ/এমএফ