22 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ( ২৬ অক্টোবর) রাতে নগরীর হালিশহর থানাধীন আই ব্লক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মো. ইকবাল হোসেন(৩২)কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ। তার বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ পুলক দত্ত (৪৬) ও মো. আব্দুল মাবুদ (৪৮)কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জন সংযোগ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ