24 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » নাইজার ছাড়লেন ফরাসি রাষ্ট্রদূত

নাইজার ছাড়লেন ফরাসি রাষ্ট্রদূত


বিএনএ, বিশ্বডেস্ক : অবশেষে নাইজার ছেড়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সালভিন ইত্তে। গত শনিবার নাইজার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নাইজার ছেড়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সালভিন ইত্তে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার সকালে প্যারিসের উদ্দেশ্যে নাইজার ছেড়েছেন রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে। নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনাদের সরিয়ে নেওয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণার তিন দিনের মাথায় নিয়ামি ছাড়লেন সিলভাইন ইত্তে।

গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব বেড়ে চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেছেন তারা।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ