17 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পর্যটন দিবসে পারকি সৈকতে সেলফিতে মাতোয়ারা শিক্ষার্থীরা

পর্যটন দিবসে পারকি সৈকতে সেলফিতে মাতোয়ারা শিক্ষার্থীরা


বিএনএ, আনোয়ারা : আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। শরৎ শূভ্রতায় সারাদেশের পর্যটন এলাকা সেজেছে নবরূপে। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পর্যটন এলাকা আনোয়ারার পারকি সমুদ্র সৈকত। পর্যটন দিবস উপলক্ষে পারকি বীচ কমিটি করেছে নানা আয়োজন। সকাল থেকে বীচ কমিটির আয়োজনে স্কাউট সদস্যরা এসব আয়োজনে অংশগ্রহণ করেন। দেখা যায়, সৈকতে নেমে সেলফিতে মাতোয়ারা হয়ে যান স্কাউট শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টাই আয়োজন করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। বীচ কমিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে শিক্ষার্থীরা বীচ কমিটির সদস্যদের সাথে সেলফিতে মেতে উঠেন।

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী স্কাউট সদস্য নবনীতা সুশীল বলেন, পর্যটক দিবসে আমরা এসেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে। শুধু পর্যটন দিবস নয় এখানে যারা আসবে তাদের সকলের এই বীচ রক্ষায় সচেতন হতে হবে। দেশটা আমাদের তাই সুন্দর পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কমিটির সভাপতি ইউএনও ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশানক আবুল বসর মোহাম্মদ ফখরুজ্জামান।

বীচ কমিটির সভাপতি ইউএনও ইশতিয়াক ইমন বলেন, পারকি সৈকত আধুনিক পর্যটনে রূপ নিবে। অমরা সকলে এই সৈকত এলাকার পরিবেশ রক্ষায় সচেতন হব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি সদস্য মো. তৌহিদসহ বারশত ও রায়পুর ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

বিএনএ/ নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ