বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়েছে। অভিযানে জব্দ করা হয় অবৈধ বেড় জাল এবং অবৈধ কারেন্ট জাল।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে পোনা মাছ আহরণের অবৈধ্য বেড় জাল আনুমানিক ৬০০ মিটার এবং অবৈধ কারেন্ট জাল আনুমানিক ৩০০ মিটার জব্দ করা হয়। পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা।
এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. নাঈম মোল্লাসহ পুলিশ ফোর্স। এসময় স্থানীয় জনগনের মাঝে পোনা মাছ রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়।
আরও পড়ুন: শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে
বিএনএনিউজ/ সাজ্জাদ হোসেন, বিএম