25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মেয়েরা পারলেও নেপালের কাছে হারল ছেলেরা

মেয়েরা পারলেও নেপালের কাছে হারল ছেলেরা

নেপালের কাছে হারল ছেলেরা

বিএনএ ডেস্ক: এক সপ্তাহ আগে (১৯ সেপ্টেম্বর) নেপালকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ (মঙ্গলবার) সেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের ছেলেরা।

জামাল ভূঁইয়ার নেতৃত্বে প্রীতি ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ হজম করে ৩ গোল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে লাল-সবুজের দল হারের হারের ব্যবধান কমায় মাত্র।

খেলার শুরুর দিকে নেপালের বিপক্ষে সমানে সমান লড়ে বাংলাদেশ। ১৬ মিনিটে জামালে ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় দলের। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা।

দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন বিস্তা।

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ২৬তম মিনিটে সুযোগ পেয়েছিল। কিন্তু রাকিব হোসেনের নিচু কোনাকুনি শট আটকান অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু।

পরের মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে নেপাল। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ