24 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিগার সুলতানার নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী দল। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে।

দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা। সুযোগ পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ১ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৩ অক্টোবর পাকিস্তান ও ৬ অক্টোবর মালয়েশিয়ার মোকাবিলায় মাঠে নামবে জ্যোতিরা। ভারতের বিপক্ষে ৮ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে ১০ অক্টোবর ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১১ অক্টোবর মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ নারী দলে যারা থাকছেন : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদি খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

স্ট্যান্ড বাই : মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ