18 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচর থেকে পালানের সময় ৩৫ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানের সময় ৩৫ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানের সময় ৩৫ রোহিঙ্গা আটক

বিএনএ নোয়াখালী: ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা। সোমবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে ভাসানচরের পাশ্ববর্তী একটি জঙ্গল থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারে বসবাস করতো।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, পালানোর উদ্দেশ্যে ৩৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোববার রাতের কোন একসময় ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার থেকে বের হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেলে ভাসানচর থেকে ৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা। পরবর্তীতে ভাসানচর থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ