30 C
আবহাওয়া
৮:৪১ পূর্বাহ্ণ - জুন ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সকল মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশ:প্রধানমন্ত্রী

বিএনএ ঢাকা: ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে-জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর ) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত  সোনার বাংলা গড়ার। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নবম জাতীয় সংসদে তথ্য অধিকার আইন, ২০০৯ পাস করে এবং এটি বাস্তবায়নে তথ্য কমিশন গঠন করে। কর্তৃপক্ষের নিকট  থেকে জনগণ এ  আইনের ফলে তথ্য প্রাপ্তির ক্ষমতার অধিকারী হন। এই আইন জনগণের ক্ষমতায়নের পথকে অবারিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহকে বিস্তৃত করতে ১৯৯৬-২০০১ মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর অনুমোদন প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ২৮টি এফএম  বেতার  কেন্দ্র এবং ৩২টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি দেয়া হয়েছে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। ফলে তথ্য প্রকাশ ও প্রচার ব্যবস্থা সুলভ এবং সহজতর হয়েছে। সংসদ টেলিভিশন চালুর মাধ্যমে সংসদ অধিবেশনের তথ্যাদি গণমানুষের কাছে সরাসরি পৌঁছানো হচ্ছে।

তিনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের  সোনার বাংলাদেশ গড়ে তুলবো।’

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ বিশ্ব এখন বহুমাত্রিক সংকটে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে যথাযথ দায়িত্বপালনে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পাশাপাশি ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১’ এর সার্বিক সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হবে।  দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ