বিএনএ, ঢাকা : রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিভাবে এ ঘোষণা দেন। এর আগে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রবিউলকে ছুরিকাঘাত করেন জালাল আহমদ।
অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, নৃশংস কর্মকাণ্ডের জন্য জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। এ ছাড়া রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুকে ছুরির আঘাত পাওয়া রবিউল কক্ষ থেকে বেরিয়ে এলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ছুরিকাঘাতের শিকার রবিউল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জালাল রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। এতে ঘুম ভেঙে যায়। তাকে অযথা শব্দ করতে মানা করলে তিনি রেগে গিয়ে অবৈধ, বহিরাগত বলে গালমন্দ করে। প্রতিবাদ করলে আঘাত করে জখম করে।
পরে কোনোক্রমে আত্মরক্ষা করে কক্ষের বাইরে আসার কথা বলেন তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।