19 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‍্যাবের ত্রাণ সহায়তা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‍্যাবের ত্রাণ সহায়তা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‍্যাবের ত্রাণ সহায়তা

বিএনএ, চট্টগ্রাম: ফেনী জেলায় বন্যাকবলিত ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ২৫ এবং ২৬ আগস্ট ফেনী সদরের বিভিন্ন এলাকা, ফুলগাজি উপজেলার নতুন মুন্সিরহাট এলাকা এবং পরশুরাম উপজেলার চিথলীয়া ইউনিয়নের দুর্গম অঞ্চলে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পানি, খেজুর, চিড়া, মুড়ি, চানাচুর, গুড়, বিস্কুট, পাউরুটি, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইটার।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকেপড়া যাত্রী এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে রান্না করা খাবারও সরবরাহ করা হয় র‌্যাবের পক্ষ থেকে। মঙ্গলবার (২৭ আগস্ট) র‌্যাব-৭ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ফেনীর লাখো মানুষ পানিবন্দী। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঁঞা ও সোনাগাজী- এ ছয় উপজেলা পুরোপুরি বন্যাকবলিত। স্থানীয় স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ভবনে আশ্রয় নিয়েছেন অনেকে। সেখানে সুপেয় পানি ও খাবারের সংকট প্রকট হয়ে উঠেছে। বানভাসী মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে আজ দিশেহারা। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যা কবলিত এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ অসহায় দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে বন্যার্ত মানুষজন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এমন দুঃসময়ে বরাবরের মতো পাশে দাঁড়িয়েছে র‌্যাব।

দুর্যোগ মোকাবিলায় র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে র‌্যাব-৭। র‌্যাবের সদস্যরা মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবেন। আর বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব-৭ নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে যে কোনো মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাব-৭ এর প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদানসহ যে কোন প্রয়োজনে সবাইকে র‌্যাব-৭, চট্টগ্রামের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক এবং সিপিসি-১, ফেনীর কোম্পানি কমান্ডারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ