17 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » এবার ২ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

এবার ২ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

এবার ২ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

বিএনএ, রাঙামাটি: বিগত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অন্যতম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট এবার ২ ফুট (২৪ ইঞ্চি) খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের পর থেকে দুই ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৫০ এমএসএল (মীন সী লেভেল)। গতকাল সকাল ১০ টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮.৮৪ এমএসএল। আবার কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল।

এ বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, বর্তমানে দুই ফুট করে স্পীলওয়েল গেইট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক।

অন্যদিকে উজান ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। হ্রদের পানি না কমায় অনেকে পানিবন্দী হয়ে পড়ছেন। দুর্ভোগে পড়ছেন কাপ্তাই বাঁধ পাশ্ববর্তী বসবাসরত মানুষ।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ