বিএনএ,চট্টগ্রাম: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারিবিভাগে যোগ দিলেন নতুন সিনিয়র কনসালটেন্ট ডা.মোহাম্মদ খুরশিদুল আলম, এমবিবিএস, এফসিপিএস, এমআরসিএস। সতেরো বছরেরও বেশি স্নাতকোত্তর অভিজ্ঞতার সাথে, ডা. মোহাম্মদখুরশিদুল আলম জরুরি এবং নিয়মিত অস্ত্রোপচার, ল্যাপারোস্কোপিক ও জটিল অস্ত্রোপচারেবিশেষজ্ঞ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সকল ধরনের জেনারেল সার্জারির পাশাপাশি তাঁর দক্ষতার মধ্যে রয়েছে সর্বাধুনিকলেজারের মাধ্যমে কোলোরেক্টাল সার্জারি, ল্যাপারোস্কোপির মাধ্যমে মিনিমালি ইনভেসিভ সার্জারিরমতো উন্নত পদ্ধতিতে সার্জারি করা।
জানা যায় ডা. মোহাম্মদ খুরশিদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহমেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানসঅ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন এবং তিনি যুক্তরাজ্যেরএডিনবার্গের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে মর্যাদাপূর্ণ এম. আর. সি. এস ডিগ্রি অর্জন করেছেন।
ডা. মোহাম্মদ খুরশিদুল আলম এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেলও ল্যাপারোস্কপিক বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারিবিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আগমনে চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানেরস্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে আরও একধাপ এগিয়ে গেল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম।