24 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » যশোরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

যশোরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত


বিএনএ, যশোর:  যশোরের বেনাপোলে কুড়ালের আঘাতে  স্ত্রী রেশমা খাতুনকে নির্মমভাবে হত্যা করেছে আবু সালাম মোড়ল নামে এক ব্যক্তি। রোববার (২৭ আগষ্ট) রাত ২ টার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে।  ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলট গ্রামের জয়নাল আবেদীন মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই জেরে ঘটনার দিন রাতে পরিকল্পিত ভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল। এক পর্যায়ে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল রাতেই পালিয়ে যায়।

সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামী স্ত্রীকে খুন করেছে।  আমরা মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি।

বিএনএ/ সোহাগ, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ