22 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

বিএনএ, চট্টগ্রাম : ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সী শিশুসন্তানের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) ভোরে ষোলশহর আইডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে  মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন

স্বজনের আহাজারি

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আজ রোববার  সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন।  পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শরিফা বিলাপ করে বলছেন,   আমিও মাটির নিচে ছিলাম আমি কেনো বেঁচে গেলাম খোদা। তিনি আরও অভিযোগ করেন খালেকের দেওয়াল ধসে এই ঘটনা ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ