24 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে অস্ত্রসহ আটক ১

মহেশখালীতে অস্ত্রসহ আটক ১


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ হেলাল উদ্দিন নামে এক সন্ত্রাসীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে প্রজেক্টের টং ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন,  শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রজেক্টের টং ঘর থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ