16 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাড়ার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম নীলুফা আক্তার হাসি (৩৬)।

জানা যায়, ওই নারীর স্বামী উপ-পরিদর্শক বজলুর রশিদ। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) মেকানিক্যাল শাখায় কর্মরত।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তিলপাপাড়া ১১ নম্বর রোড, ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলার বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।পাবনার সুজানগর উপজেলার মো. হাতেম আলীর মেয়ে নীলুফা। ১ ছেলে ও ২ মেয়েসহ স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যরা দাবি করেছেন ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। জানা যায়, সকালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ