31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৬ মামলার পলাতক আসামি আটক

চট্টগ্রামে ৬ মামলার পলাতক আসামি আটক

চট্টগ্রামে ৬ মামলার পলাতক আসামি আটক

বিএনএ, ঢাকা : চট্টগ্রামের  চান্দগাঁও থানা এলাকা থেকে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তৌহিদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় বহাদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়ার কেওচিয়া গ্রামের বুলবুল আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, হত্যার উদ্দেশে জখম, চুরি, হত্যার হুমকিসহ ৬টি মামলার আসামি তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ